বটিয়াঘাটা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল’র ৫৮ তম জন্মদিন পালন ।
- আপডেট সময় : ১১:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ ৭১ বার পড়া হয়েছে
বটিয়াঘাটা প্রতিনিধিঃ- বটিয়াঘাটা উপজেলা প্রশাসন’র আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় শেখ রাসেল দিবস উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্য ছিলো সকাল পৌঁনে নয়টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রালী,কেঁক কাঁটা, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, ইউআরসি ইন্সট্রাক্টর গুলশান আরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর সিদ্দিক, সহকারী শিক্ষা কর্মকর্তা মৌসুমি আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার দেবু টিকাদার,উপ- পুলিশ পরিদর্শক নুরুল কবির, আলীগনেতা অধ্যাঃ মনোরঞ্জন মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুল ইসলাম,সাংবাদিক পরাগ রায় সহ সকল দপ্তরের কর্মকর্তা, ছাত্র -ছাত্রীবৃন্দ।