বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সুস্থ্যতা কামনা করে বিবৃতি প্রদান ।
- আপডেট সময় : ১১:৪২:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২ ৭৬ বার পড়া হয়েছে
বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল’র বটিয়াঘাটা অফিস প্রতিনিধি এবং বসুন্ধরা ইষ্ট – ওয়েষ্ট মিডিয়া গ্রুপের বানিজ্যিক নির্বাহী প্রতাপ ঘোষ’র সহধর্মিণী খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার চন্দনা বিশ্বাস গুরুতর অসুস্হ্য হয়ে দীর্ঘদিন যাবত কলকাতার আধুনিক মেডিকা হাসপাতাল ও রানাঘাট মহাকুমা হাসপাতাল এবং রানাঘাট সিটি নার্সিং হোমে ডাঃ শিল্পিকা ব্যানার্জী ও কাকলী মিত্রর আওতায় তাঁর আশু আরোগ্য কামনা করে বিবৃতি প্রদান করেছেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ।প্রদত্ত বিবৃতিদাতারা হলেন উপজেলা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, উপদেষ্টা মন্ডলীর সদস্য যথাক্রমে সহকারী কমিশনার (ভূমি), থানার ওসি মোহাম্মদ শাহজালাল,শিল্পপতি ও সমাজসেবক প্রফুল্ল কুমার রায়,শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মামুন আল হাসান নাজু,শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোতাহার রহমান শিমু, আইন উপদেষ্টা যথাক্রমে এ্যাডঃ সন্জয় পাল এপিপি ও এ্যাডঃ অনাদি মন্ডল, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সহ-সভাপতি পরিতোষ রায় (দক্ষিণাঞ্চল প্রতিদিন ও দৈনিক খবর),সহ – সভাপতি এ্যাডঃ প্রশান্ত কুমার বিশ্বাস (দৈনিক অনির্বাণ, দৈনিক বাংলার খবর ও দৈনিক খুলনাঞ্চল) , সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার(দৈনিক যায় যায় দিন ও দৈনিক খুলনা) ,যুগ্ম-সাধারণ সম্পাদক শাওন হাওলাদার ( দৈনিক যুগান্তর ও দৈনিক প্রবর্তন) , সিঃ সাংবাদিক যথাক্রমে সাংবাদিক সুমন বিশ্বাস ( দৈনিক প্রবাহ, দৈনিক ফুলতলা ও দি বাংলাদেশ নিউজ টু ডে), সাংবাদিক নিখিলেশ গাইন (দৈনিক দেশ সংযোগ) সাংবাদিক এস,এম,এ ভূট্রো( দৈনিক অনির্বাণ) ,সাংবাদিক নিতিশ বাছাড় ( দৈনিক আজকের তথ্য) সাংবাদিক পরাগ রায় ( দৈনিক খুলনা টাইমস), সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল (দৈনিক ), সাংবাদিক রিপন রায় ( দৈনিক টাইগার) প্রমূখ।