বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব -২০২৫ পালিত ।

- আপডেট সময় : ০৩:১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য-কে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব- ২০২৫ গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় বেলুন ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন শেষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস,মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির,সমাজ সেবা কর্মকর্তা নিগার সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেল, সহকারী প্রকৌশলী অভিজিৎ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদল বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, সমবায় কর্মকর্তা জান্নাতুননেছা, জনস্বাস্থ্য প্রকৌশল রুনা আক্তার সুমি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, প্রধান শিক্ষক অন্নদাশঙ্কর রায়, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা প্রশান্ত কুমার কুন্ডু,সাংবাদিক গাজী তরিকুল ইসলাম সহ যুব সদস্যরা ।