বটিয়াঘাটার দাবা খেলায় অরিত্র ঘোষ পুস্পক খুলনা- বরিশাল বিভাগের চ্যাম্পিয়ান ।
- আপডেট সময় : ১২:১৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ ৬০ বার পড়া হয়েছে
বটিয়াঘাটাপ্রতিনিধিঃ ৪৯ তম আঞ্চলিক স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে গোলাপ অঞ্চল ( খুলনা ও বরিশাল অঞ্চল) এর আয়োজনে বিভাগের পর এবার অঞ্চল চ্যাম্পিয়নশীপ অর্জন করলো অরিত্র ঘোষ পুষ্পক। অরিত্র গতকাল খুলনা জিলা স্কুলে অনুষ্ঠিত খেলায় বরিশাল বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপকে হারিয়ে আগামী ২০ অক্টোবর ময়মনসিংহ জেলায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে নিলো।সে বটিয়াঘাটা উপজেলার হাটবাটি হোগলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র এবং দৈনিক পূর্বাঞ্চল’র বটিয়াঘাটা অফিস প্রতিনিধি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার চন্দনা বিশ্বাস’র একমাত্র পুত্র।খেলার উদ্ভোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব।বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ( কলেজ) উপ- পরিচালক এস,কে মোস্তাফিজুর রহমান, বোর্ড বিদ্যালয় পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম, জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ সহ অন্যান্য অতিথিবৃন্দ।খেলা পরিচালনা করেন এসওএস স্কুলের সহকারী শিক্ষক (শরীরচর্চা) কিশোর কুমার বকশি, সরকারি ইকবাল নগর স্কুলের সহকারী শিক্ষক ( শরীরচর্চা) কবিরুল ইসলাম। অরিত্র ইতিপূর্বে জাতীয় শিশু পুরষ্কার দাবা প্রতিযোগিতায় মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে মেডেল প্রাপ্ত হয়।এ ছাড়াও একাধিকবার জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও অরিত্র খুলনা কেডিএস দাবা প্রিমিয়ারলীগ উন্মুক্ততে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরষ্কৃত হয়।এদিকে অরিত্র ঘোষের এ সাফল্যে স্কুল তথা উপজেলার সুনাম বয়ে আনায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, থানার ওসি মোহাম্মদ শাহজালাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল সহ পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ। আজ বিকাল তিনটায় অরিত্র খুলনা জিলা স্কুলে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী সভায় পুরষ্কার গ্রহণ করবে।