বটিয়াঘাটায় সাব-রেজিষ্ট্রি অফিসে ম্যান জাল করে দলিল সৃষ্টির একাধিক অভিযোগ ।
- আপডেট সময় : ১০:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
বটিয়াঘাটা প্রতিনিধি-ঃ বটিয়াঘাটা সাব- রেজিষ্ট্রি অফিস ম্যান জাল করে দলিল সৃষ্টির একাধিক অভিযোগ উঠেছে । আর এ কাজ বাস্তবায়নে দলিল লেখক থেকে শুরু করে নকল নবীস ও একটি সংঘবদ্ধ শক্তিশালী চক্র সক্রিয় ভূমিকা পালন করে আসছে । জামায়াতপন্থী গণমাধ্যমকর্মী ও নকল নবীস সদস্যরা সুযোগ টাকে লুটে নিচ্ছে । ইতিমধ্যে বটিয়াঘাটা সাব-রেজিষ্ট্রি অফিস ওই সকল জামায়াতপন্থীদের অর্থের যোগানও দিচ্ছে বলে একটি সূত্র অভিযোগ উঠিয়েছে । আর এ কাজে সাব- রেজিস্ট্রারের অজান্তে তার নাম ভাঙিয়ে অফিস খরচের নামে মোটা অংকের টাকা আদায় করছেন আল-আমিন ও নূর মোহাম্মদ সহ কয়েকজন । অনেক সময়ে সাব-রেজিষ্ট্রারকে ভুল বুঝায়ে নয় ছয় দলিল সৃষ্টি করে অধিক মুনাফা অর্জন করে বলে অন্য একটি সূত্র দাবি করছে । চক্রটি ইতিমধ্যে খুলনা খালিশপুর থানার বয়রা গোয়ালখালী মুজগুন্নী উত্তর পাড়া ৮৯ নং রোডের পূর্ব পাশের বাসিন্দা মরহুম হাজী খন্দকার নূর মোহাম্মদের পুত্র খন্দকার হাফিজুর রহমান বটিয়াঘাটা উপজেলাধীন এস এ ৫নং ও আরএস ১৪ নং রাঙ্গেমারী মৌজার ২.৭৮ একর জমি আইডি কার্ডের ছবি পরিবর্তন করে ২০ লক্ষ টাকার বিনিময়ে আম মোক্তার নামা দলিল সৃষ্টির করেছে এবং উক্ত জালিয়াতি চক্রের সদস্যরা একাধিক কবলা দলিল সৃষ্টির অভিযোগ উঠেছে । ইতিমধ্যে ভূক্তভোগী হাফিজুর সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছে । অপরদিকে দলিল লেখক থেকে শুরু করে সংবদ্ধ চক্রটির বিরুদ্ধে একাধিক বার কতৃপক্ষ তদন্ত করলে ও আজ পর্যন্ত কোন প্রতিকার দেখা যায়নি । অন্যদিকে আগামী ২৮ নভেম্বর বটিয়াঘাটা সাব-রেজিষ্ট্রি অফিসে আইন প্রণয়ন সংস্থার সদস্যরা পরিদর্শনে আসছেন । সে লক্ষ্যে সাব-রেজিষ্ট্রি অফিসের পরিবেশ ও ফাইলের ফাঁক ফোঁকর ঠিক করতে ব্যস্থ সময় পার করছেন অফিসের সকলে । কোন সাংবাদিক যদি সাব-রেজিষ্ট্রি অফিস নিয়ে কোন রিপোর্ট প্রকাশ করে তা হলে তাকে দেখে নেয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে । আগামীতে অনুসন্ধানে ওই সকল সিন্ডিকেটে অন্যান্য সদস্যদের নাম প্রকাশ্যে আনা হবে । বিষয়টি তদন্ত করে দেখার জন্য সংশ্লিষ্ট দপ্তরের উদ্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছে ।