বটিয়াঘাটায় সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সাংবাদিক সম্মেলন
- আপডেট সময় : ০৬:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি ঃ
বটিয়াঘাটায় জলমা ইউনিয়ন বিএনপি কর্তৃক সাংবাদিক সম্মেলনের পাল্টা সাংবাদিক সম্মেলন গত পরশু বুধবার বেলা বারোটায় স্থানীয় উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় । সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জলমা ইউনিয়নের গজালমারী এলাকার বাদসা সানা’র স্ত্রী রুমানা বোগম । লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী বাদসা সানা ও দেবর বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত । বর্তমানে দুই জনের নাম কমিটির তালিকায় রয়েছে ।বিবাহের পর থেকে আমি দেখছি বিএনপির রাজনীতি করার কারণে বিগত আওয়ামীলীগ সরকারের শাসন আমলে মিথ্যা মামলায় ঘরে ঘুমাতে পারেনাই । গত ৫ আগস্ট আওয়ামীলীগের সরকার পতন আন্দোলনে আমার পুত্র রাজ সানা ছাত্রদের সরাসরি যুক্ত ছিলেন । বিগত ৮ মাস পূর্বে আমার স্বামী বাদসা সানা রাঙ্গেমারী মৌজায় একটি জমি ক্রয়ের পর থেকে খুলনা জেলা বিএনপির সদস্য সচিবের আত্মীয় আনোয়ার হোসেনের হয়ে বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিয়ে আসছে । বর্তমানে আমি আমার স্বামী,দেবর ও সন্তানদের নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি । এব্যাপারে ভূক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিচার দাবি করেছে । এব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী এ প্রতিবেদককে বলেন, বাদসা সানা ও তার ভাই রুহুল সানা কোনদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না এবং বর্তমানেও সংপৃক্ত নেই । বাদসা ও তার রুহুল আওয়ামিলীগের শেখ সোহেলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের বাড়িঘর ও জমিজমা দখল করে বহু লোকদেরকে সর্বশান্ত করে আসছিল । আওয়ামীলীগের পতনের পর থেকে নিজেদেরকে বিএনপির নেতা দাবি করছে । বিএনপির সংগঠনের পক্ষ থেকে ব্যাবস্থা গ্ৰহণ করা হবে জানান ।