বটিয়াঘাটায় সন্ত্রাসীরা বসতবাড়ি ও দোকানে হামলা চালিয়ে অঙ্গিসংযোগ ও লুটপাট করে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি অভিযোগ ।
- আপডেট সময় : ১১:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বুজবুনিয়া খেয়াঘাট সংলগ্ন সন্ত্রাসীরা বসতবাড়ি ও দোকানে হামলা চালিয়ে ভাংচুর, অঙ্গিসংযোগ ও লুটপাট করে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে । এব্যাপারে ভূক্তভোগী বুজবুনিয়া এলাকার জাহের শেখের কন্যা বাদি হয়ে বিবাদী একই এলাকার জাফর মোলঙ্গীর পুত্র জাকির মোলঙ্গী (৩৫) কে প্রধান অভিযুক্ত করে মৃত ইসলাম শেখের পুত্র মোঃ হালিম শেখ (৪০) , আঃ হান্নান মোলঙ্গীর পুত্র শহীদ মোলঙ্গী(২৯) ও সালাম মোলঙ্গীর পুত্র আফিজুল মোলঙ্গী সহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি ও উপজেলা নির্বাহী অফিসার এবং সেনাবাহিনী বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন ।
বটিয়াঘাটা থানায় সাধারণ ডায়েরি নং – ৬১৯, তাং ২০/০৮/২০২৪ ইং । অভিযোগে জানা যায়, গত ৬ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দফায় দফায় সন্ত্রাসীদের মূলহোতা জাকিরের নেতৃত্বে একটি ভাড়াটিয়া বাহিনী নিয়ে ভূক্তভোগীদের কয়েকটি বসতবাড়ি ও দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে মালামাল লুটপাট এবং বসতঘরে ও দোকানে আগুন ধরিয়ে দেয় । পরবর্তীতে ভুক্তভোগীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের খবর দিলে তারা ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাইকিং করে সকল মালামাল ফেরত দেয়ার জন্য অনুরোধ করেন । কিন্তু বিবাদীরা তাদের কথায় কোন প্রকার কর্ণপাত না করে উল্টো ভুক্তভোগীদের বসতবাড়ি ও দোকান দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে । পাশাপাশি ভক্তুভোগীদের জীবন নাসের হুমকি দিয়ে চলছে । এব্যাপারে ভূক্তভোগীরা বিবাদীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে আদালতে মামলা দায়ের করারও প্রস্তুতি চালাচ্ছে ।