বটিয়াঘাটায় জেলা পরিষদ নির্বাচনে সকাল থেকে ভোট শুরু হয়েছে ।
- আপডেট সময় : ১১:২৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২ ৬৪ বার পড়া হয়েছে
ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা প্রতিনিধিঃ
আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে শুরু হয়েছে খুলনা জেলা পরিষদ নির্বাচন । উক্ত নির্বাচনকে কেন্দ্র করে বটিয়াঘাটা উপজেলা ৭টি ইউনিয়ন পরিষদ থেকে ৯১ জন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মিলে ৩ জন মোট ৯৪ জন ভোটার প্রয়োগ করবে । বটিয়াঘাটা উপজেলা কেন্দ্রে নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম । এছাড়া আইন-শৃঙ্খলার উপজেলা আইন -শৃখলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, ওসি তদন্ত মোঃ জাহিদুর রহমান, অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানা সেকেন্ড অফিসার সহ জেলা পুলিশ,ডিবি পুলিশ, আনসার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা । সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বটিয়াঘাটা কেন্দ্রে ৫ ০/০ অর্থাৎ ৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে জানা যায় । । তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়াতে থাকে । সব মিলিয়ে এ কেন্দ্রে উৎসব মূখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে । অপরদিকে বিভিন্ন সময়ে ভোট কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী বটিয়াঘাটার কৃতি সন্তান, জেলা পরিষদের বার বার নির্বাচিত প্রসাশক ও চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ , জেলা পরিষদের সাবেক সদস্য সাধারণ সদস্য পদের প্রার্থী দিলীপ হালদার, জেলা পরিষদের সাবেক সদস্য মোল্লা মোঃ মিজানুর রহমান বাবু, সংরক্ষিত আসনের প্রার্থী ইলরা হাদী,শোভ রাণী হালদার ও হাসনা হেনা কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটের সাথে দেখা করে কুশল বিনিময় করেন ।