বটিয়াঘাটায় জাতীয় যুব দিবস পালিত ।

- আপডেট সময় : ১২:২৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২ ৯৪ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধিঃ-প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার জাতীয় যুব দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য রেলি,আলোচনা সভা,যুব ঋনের চেক বিতরণ ও সনদপত্র প্রদান করা হয়। স্থানীয় পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান । যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুবকর মোল্লার স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ-সেবা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল,পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক পরাগ রায়, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর হোসেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার দাস , মোঃ কামরুল হান্নান সহ বিভিন্ন যুব সংগঠনের নেতাকর্মী ও যুবক-যুবতীরা । অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ যুব চেক ও সনদপত্র বিতরণ করেন । অনুষ্ঠানের পূর্বে এক বর্ণাঢ্য রেলি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে ।