বগুড়া জেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান ডা. মকবুল!!
- আপডেট সময় : ১২:২৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ ৬৯ বার পড়া হয়েছে
মিরু হাসান বাপ্পী ,বগুড়া জেলা সংবাদদাতা
বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল
বগুড়ায় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মকবুল হোসেন চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৮৭৪ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৭২১ ভোট।
বগুড়ার ১২টি উপজেলায় ভোটগ্রহণ শেষে নিজ নিজ কেন্দ্র থেকে ঘোষিত ফলাফলে বেসরকারিভাবে ডা. মকবুল হোসেন জয়ী হয়। এ ছাড়া ১২ উপজেলায় সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ছামছুন্নাহার আকতার বানু, সার্জিল আহম্মেদ টিপু, নাছরিন রহমান, আবু সাঈদ ফকির (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), মনজুয়ারা বেগম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), মুকুল মিঞা, আসাদুর রহমান দুলু, মোস্তাফিজুর রহমান ভুট্টো, এ এফ এম ফজলুল হক, আব্দুল্লাহেল বাকী, আব্দুর রশিদ ফারাজী ও আবু হাসান মোহাম্মদ আশরাফুদ্দৌলা রুবেল। সংরক্ষিত নারী সদস্য পদে বিজয়ী চারজন হলেন যথাক্রমে মাহফুজা খানম লিপি, শামীমা আকতার মুক্তা, সুমাইয়া খানম ও লাবনী সরকার।
বগুড়ার জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাছান জানান, বগুড়ায় মোট ১৬২৩ জন ভোটারের মধ্যে ১৬০০ জন ভোটার ভোট প্রদান করেছেন।