বগুড়ায় চাঞ্চল্যকর হাছেন হত্যা মামলায় দুই ভাই গ্রেফতার!!
- আপডেট সময় : ১১:৩২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ৬০ বার পড়া হয়েছে
মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা
বগুড়ার সোনাতলা উপজেলায় চাঞ্চল্যকর হাছেন আলী আকন্দ হত্যা মামলায় দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া সদরের মেঘগাছায় নতুন তৈরি করা নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দির শিমুল তাইড় গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে শাহেদ আলী শেখ(৪০) ও হোসেন আলী শেখ (৪২)।
এর আগে গত বছরের ১ নভেম্বর সোনাতলার সারুলিয়া গ্রামে ক্ষেতের আইলে একটি গাছ থেকে হাছেন আলী আকন্দের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তখন তার স্ত্রী আঙ্গুর বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা দায়ের করেন।
সোমবার দুপুরে সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই হত্যা মামলার নেওয়ার পর সোনাতলা থানার এসআই আমিনুল ইসলাম তদন্ত শুরু করেন। এসময় সিআইডি মামলাটি অধিগ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুলিশ পরিদর্শক জাহিদ হোসেনকে নিযুক্ত করে। তখন থেকে আসামীদের ধরতে সিআইডির টিম অভিযান চালিয়ে যাচ্ছিলো। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই দুই সহোদরকে সদরের মেঘগাছা থেকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন জানান, গ্রেফতার হওয়া আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়।