ব্রেকিং নিউজঃ
বগুড়ায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২ ৮১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার,বগুড়ার সান্তাহারে দেড় কেজি গাঁজাসহ আনছার আলী(৬৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার আদমদীঘি থানাধীন সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আনছার ওই এলাকার মৃত ফরিদ খানের ছেলে।
বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ আনছার আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।