বগুড়ায় কৃষক নুরুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন!!
- আপডেট সময় : ১২:০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ৫৭ বার পড়া হয়েছে
মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ায় কৃষক নুরুল ইসলাম হত্যা মামলায় আসেদ আলী নামে এক ব্যবসায়ীকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানাও করেছে আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসেদ আলী বগুড়ার গাবতলী উপজেলার শীলদহবাড়ী গ্রামের মোসলেম উদ্দিন মোল্লার ছেলে। এছাড়া এ রায়ে অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১০ মার্চ বগুড়ার গাবতলী উপজেলার শীলদহবাড়ী গ্রামে নিজ বাড়ির সীমানায় লাউ গাছের মাচা তৈরি করছিলেন নুরুল ইসলাম। এ সময় প্রতিবেশী আসেদ আলী ওই জায়গা নিজের দাবি করে কয়েকজন মিলে নুরুল ইসলামকে মারপিট করে। আহত অবস্থায় তাকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হলে রাত ৩টায় তিনি মারা যান। পরে নিহতের স্ত্রী মোমেনা খাতুন তিনজনকে আসামি করে গাবতলী থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ ১৬ বছর পর ১৩জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে সোমবার অভিযুক্ত আসেদ আলীকে যাবজ্জীবন সাজা বাকি দুই আসামিকে খালাস দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি এসব তথ্য নিশ্চিত করে বলেন, কৃষক নুরুল হত্যায় আদালত আসেদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া অপর দুই আসামি ইমু বেগম এবং আনোয়ারা বেওয়াকে খালাস দিয়েছে আদালত।