ব্রেকিং নিউজঃ
বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলার মামলায় আ‘লীগ নেতা গ্রেপ্তার ৩
মিরু হাসান, স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ০৩:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
মিরু হাসান, স্টাফ রিপোর্টার:
বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় হাসান মন্ডল (৩৭) নামে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে আদমদীঘি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাসান মন্ডল উপজেলার শালগ্রাম গ্রামের মোজাম্মেল মন্ডলের ছেলে। তিনি ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বলে পুলিশ জানায়।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহতের জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল ও দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্ঠি করে অফিসে ভাঙচুর ও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়ে ফেলে।