বগুড়া’র শাজাহানপুরে তিন কেজি ওজনের ০২টি গাঁজার গাছসহ গ্রেফতার- ১
- আপডেট সময় : ০৮:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে
শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি,
বগুড়ার শাজাহানপুর উপজেলা বিশেষ অভিযানে ০৩ (তিন) কেজি ওজনের ০২টি গাঁজার গাছসহ এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৪ জানুয়ারি শনিবার তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়ে।
১৩ জানুয়ারি(শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে ২২.৫০ ঘটিকার সময় বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন জামুন্না গ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ (তিন) কেজি ওজনের দুটি গাঁজার গাছসহ মোঃ শাফিউল আলম রাজু(৪৫) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজু শাজাহানপুর উপজেলের বারআঞ্জুল গ্রামের মোঃ তসলিম উদ্দিনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, শাজাহানপুর থানার সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে একটি অভিযানিক দল ১৩ জানুয়ারি, ২০২৩ খ্রি. ২২.৫০ ঘটিকার সময় শাজাহানপুর থানাধীন জামুন্না গ্রাম হতে ০৩ (তিন) কেজি ওজনের ০২টি গাঁজার গাছসহ আসামী ১। মোঃ শফিউল আলম রাজু (৪৫), পিতা-মোঃ তোসলিম উদ্দিন, সাং-বারআঞ্জুল, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে হাতেনাতে আটক করা হয়।
শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, গ্রেফতারকৃত শফউল আলম রাজুর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু অন্তে আজ দুপুর ১২ টার দিকে তাকপ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।