বগুড়ার কাহালুতে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার -২
- আপডেট সময় : ০৮:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ ৬৯ বার পড়া হয়েছে
শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি,
বগুড়ার কাহালু উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
১৮ ডিসেম্বর(রোববার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানা পুলিশ জানতে পারে উপজেলার ঘোন কালাই শিবতলা এলাকায় মাদক বিক্রি করার উদ্দেশ্যে দুই জন যুবক অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে কাহালু থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে
১ কেজি গাঁজাসহ মোঃ শামীম মন্ডল(২৩) ও মোঃ তরিকুল ইসলাম(২৬) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাধীন জিরাই পূর্বপাড়া গ্রামের মোস্তফা মন্ডলের ছেলে শামীম মন্ডল ও একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মোঃ তরিকুল ইসলাম।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শামীম ও তরিকুলের বিরুদ্ধে থানায় মামলা রুজু অন্তে আজ দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।