বগুড়ার আদমদীঘিতে বালুবোঝাই ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা; চালক নিহত

- আপডেট সময় : ১০:৩২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে

শাহজাহান আলীঃবগুড়া জেলা প্রতিনিধি,
বগুড়ার আদমদীঘি উপজেলায় বালুবোঝাই ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে চালক রাফিউল্লাহ(২৭) নিহত হয়। এ ঘটনায় ট্রাকের হেলপার জাফর ইকবাল আহত হয়েছেন।
০৪ জানুয়ারি(বুধবার) সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের শখের পল্লী বিনোদন কেন্দ্রের গেট এলাকায় বুলাবোঝাই ড্রাম ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগায় ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে চালক রাফিউল্লাহ নিহত হয়।
নিহত রাফিউল্লাহ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলাধীন শীবরামপুর গ্রামের ফয়জুল্লাহ এর ছেলে।
জানা গেছে,উপজেলার সান্তাহার- নওগাঁ বাইপাস সড়কের শখের পল্লী গেটের সামনে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কড়ই গাছের সাথে ধাক্কা লাগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় । এ সময় গাড়ীতে থাকা চালক রাফিউল্লাহ ও ট্রাকের হেলপার জাফর ইকবাল গুরুতর আহত হন।
স্হানীয়রা আহত চালক ও হেলপারকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চালক রাফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক উজ্জ্বল মিয়া বলেন,নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।