বগুড়ার আদমদীঘিতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২!!
- আপডেট সময় : ১২:৩২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ ৬৬ বার পড়া হয়েছে
মিরু হাসান বাপ্পী বগুড়া জেলা সংবাদদাতা
বগুড়ার আদমদীঘিতে একটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার পিটিআই বস্তি এলাকার মোঃ সামছুলের ছেলে রাসেল (২৫) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কয়া গ্রামের আশরাফ আলীর ছেলে আসমান আলী বাবু (৪০) বর্তমান ঠিকানা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্যে বাসুদেবপুর।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, গত ২৫ দিন আগে উপজেলার নশরতপুর ইউনিয়নের মুরইল বাজার এলাকা থেকে ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযোগ দায়েরের পর শুরু হয় তদন্ত। তদন্তের একপর্যায় গত রোববার বিকেলে মুরইল বাজার এলাকা থেকে চোর চক্রের সদস্য রাসেলকে গ্রেপ্তার করা হয়।
পরে এই চুরির সঙ্গে জড়িত থাকায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্যে বাসুদেবপুর এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে আসমান আলী বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর সেখান থেকে চোরাই ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ওসি আরোও জানান, এ ঘটনায় ওই চোর চক্রের দুই সদস্যের নামে মামলা দায়ের করা হয়েছে।