বগুড়ায় ৪৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার; বহনকৃত ট্রাক জব্দ
- আপডেট সময় : ০২:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ১৩৩ বার পড়া হয়েছে
শাহজাহান আলীঃজেলা প্রতিনিধি,
বগুড়ায় ট্রাক তল্লাশি করে ৪৩ কেজি গাঁজাসহ মোঃ মহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
বুধবার( ১১ জানুয়ারী) দিবাগত রাত ৯ টার দিকে বগুড়া র্যাব-১২, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায়, লালমনিরহাট থেকে ট্রাক যোগে বিপুল পরিমান গাজাঁ বহন করে নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে শহরের চারমাথা রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ট্রাক তল্লাশি করা হয়। এসম মাদক বহনকারী ওই ট্রাকটি পৌঁছিলে তাহা তল্লাশি করে ৪৩ কেজি গাজাঁ উদ্ধারসহ মহিদুল ইসলামকে গ্রেফতারসহ ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মহিদুল ইসলাম লালমনিরহাট জেলা সদরের মোস্তফি এলাকার আব্দুস সামাদের ছেলে। মহিদুল মাদক ব্যবসার সথে দীর্ঘদিন ধরেই জড়িত বলে দাবি করেন র্যাব-১২ বগুড়ার স্কোয়াড্রন কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম।
র্যাব-১২ বগুড়ার স্কোয়াড্রন কমান্ডার নজরুল ইসলাম জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী,একটি ট্রাক গাঁজার চালান বহন করে নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের চারমাথা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। রাত ৯ টার দিকে ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ মহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মহিদুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।