বগুড়ায় হোটালে অনৈতিক কাজে অভিযোগে ৮ নারীসহ আটক-১৭

- আপডেট সময় : ০৬:৪৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে

বগুড়ায় আবাসিক অবকাশ হোটাল থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮ নারীসহ মোট ১৭ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার(১৬ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের তিনমাথায় অবস্হিত অবকাশ হোটালে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়। বুধবার(১৭ এপ্রিল) তাদেরকে আদালতে তুললে বিচারক ৮ নারীকে জরিমানা এবং বাকি ৯ পুরুষকে দুইদিনের জেল দেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) শাহিনুজ্জামান।
ইন্সপেক্টার শাহিনুজ্জামান জানান,মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হোটাল অবকাশে অনৈতিক কাজ চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে হোটাল অবকাশে অভিযান চালিয়ে পরিচালনা করা হয়। এ সময় হোটালে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮নারী ও ৯ পরুষকে আটক করা হয়। আজ বুধবার আটককৃতদেরকে আদালতে পাঠালে আদালত ৮ নারীকে জরিমানা এবং বাকি ৯ পুরুষকে দুইদিনের জেল দেন।