বগুড়ায় শীতার্ত ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৪:৪৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ১৪৮ বার পড়া হয়েছে
শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি,
বগুড়া পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে শীতার্ত ও দুঃস্হ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতারণ করা হয়েছে।
১০ জানুয়ারি (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে কনফিডেন্স পাওয়ার বগুড়া লিঃ ও কনফিডেন্স পাওয়ার বগুড়া ইউনিট-২ লিঃ এর সহযোগিতায় শতাধিক শীতার্ত ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার সুযোগ্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আমাদের আশে-পাশে সুবিধাবঞ্চিত মানুষ যেন শীতে কষ্ট না পায় তার জন্য আমাদের সামান্য সহযোগীতা। সবাই মিলে চাইলে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি। নিজেদের পাশাপাশি সুবিধাবঞ্চিত অসহায় মানুষও আমাদের পরিবারের অংশ। আমরা চাইলে অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারি। প্রতিটি স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সামাজিক সংগঠনগুলোরও উচিৎ অসহায় গরীব মানুষের পাশে এসে দাঁড়ানো। তিনি পরবর্তীতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন। ইতিমধ্যে যারা এসব মানুষের পাশে দাড়িয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
উক্ত শীতবস্ত্র বিতারণ উপস্হিত ছেলেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) হেলেনা আক্তার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, কনফিডেন্স পাওয়ার বগুড়া লিমিটেডের সিনিয়র এ্যাসিস্ট্যান ম্যানেজার মাহবুবুল হক, প্ল্যান্ট ম্যানেজার মোঃ ফজলুল হক ও ফরহাদ হোসাইন প্রমূখ।