বগুড়ায় মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ গ্রেফতার-১
- আপডেট সময় : ১১:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ ৫১ বার পড়া হয়েছে
শাজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি,
বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ১ কেজি শুকনা গাঁজাসহ মোঃ ইয়াসিন আলী (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ।
২১ শে ডিসেম্বর(বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭ টার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন মাঝিড়া ইউনিয়নের সাজাপুর মসজিদপাড়াস্হ সুরুচি ফুট ফ্যাক্টরীর পূর্ব পার্শ্বে ঢাকা টু বগুড়া মহাসড়কের পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় চট্রগ্রাম হতে ছেড়ে আসা ভিআইপি ট্রাভেলস, যাহার রেজিং নং ঢাকা – মেট্রো-ব-১৫-৮৯৬৩ এত চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে গাড়ীর F3 নং সিটে বসা যাত্রী মোঃ ইয়াসিন আলীর নিকট থেকে ১ কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইয়াসিন নওগাঁ জেলার মান্দা থানাধীন কান্তা গ্রামের মৃত- জফির উদ্দিন এর ছেলে।
‘৪ আর্মড পুলিশ ব্যারালিয়ন,বগুড়ার সুযোগ্য সহ-অধিনায়ক ( পুলিশ সুপার) মোঃ মাহফুজ আফজাল এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার একএম খালেকুজ্জামান ( পিপিএম) এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ আরিফ আলী এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ)মোঃআল- আচানুল কবির,এএসআই(নিঃ) সোলায়মান আলী, এএসআই(নিঃ) মোঃ,রুহুল আমিন এএসআই (নিঃ) মিলন কুমার রায়,কং/ মোঃমানিক মিয়া, কং/মোঃ শরার হোসেন,কং/ মোঃ শফিকুল ইসলাম, কং/ হোসেন আলী এবং নারী নায়ক/ মনিকা রানীদের সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।
“৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার পুলিশ পরিদর্শক মোঃ আরিফ আলী জানান, গ্রেফতারকৃত আসামি ইয়াসিনের বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ২৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।