বগুড়ায় ফের ছাত্রলীগ কার্যালয় দখল নিলেন সংগঠনের নবগঠিত কমিটির নেতারা!!
- আপডেট সময় : ০৮:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ ৫৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, মিরু হাসান
বগুড়া ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীদের তালা ভেঙে কার্যালয়ের দখল নিয়েছেন নবগঠিত কমিটির নেতাকর্মীরা। নতুন কমিটির সভাপতি সজীব সাহা জানান, সোমবার বিকালে দলীয় কার্যালয়ে তালা দেখতে পান তারা। পরে সেটি ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা সেখানে সাংগঠনিক সভাও করেন।
গত ৭ নভেম্বর বগুড়া ছাত্রলীগের ৩০ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর পদবঞ্চিতরা আন্দোলন শুরু করেন। তারা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। নেতাদের অনুরোধে সেই তালা খোলা হলেও ছাত্রলীগ কার্যালয়ে তালা দেন তারা। ছাত্রলীগের নতুন কমিটির নেতারা গত ১৬ ডিসেম্বর সকালে সেই তালা ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর পদবঞ্চিতরা আবারও সেখানে তালা ঝুলিয়ে দেন। সোমবার সেই তালা খুলে আবার দখলে নেন নতুন কমিটির নেতাকর্মীরা।
নতুন কমিটির সভাপতি সজীব সাহা বলেন, তারা সংগঠনটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। এজন্য কয়েকটি ইউনিট বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।