ব্রেকিং নিউজঃ
বগুড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পুলিশের শীতবস্ত্র বিতারণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২ ৫২ বার পড়া হয়েছে
শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিধিনি,
বগুড়া মুখ ও বধির বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে জেলা পুলিশ কর্তৃক শীতবস্ত্র বিতারণ করা হয়েছে।
পহেলা ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে মুখ ও বধির বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতারণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
বিদ্যালয়ের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ ( অপরাধ),অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কের) শরাফত ইসলাম, অতিরিক্ত (ট্রাফিক) হেলেনা খাতুন।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া মুখ ও বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, সদর থানায় ওসি নূরে আলমসহ বিদ্যালয়ের শিক্ষক ও পুলিশ সদস্যরা।