বগুড়ায় পৃথক পৃথক অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ৩!!
- আপডেট সময় : ১০:৪৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২ ৭৪ বার পড়া হয়েছে
মিরু হাসান বাপ্পী,বগুড়া জেলা সংবাদদাতা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা তদন্ত কেন্দ্রের পুলিশ পৃথক দুটি বাস তল্লাশি করে ১২১ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করে। এদের মধ্যে দুই নারী রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মোকামতলা এলাকায় তাদের গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকৃতদের মধ্যে দিনাজপুর কোতোয়ালী থানার বালুবাড়ি কুমারপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে মানিক মিয়ার (৩৪) কাছ থেকে ৪৮ বোতল এবং অপর গাড়ি তল্লাশি করে ৭৩ বোতল ফেন্সিডিলসহ কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার লালপুর গ্রামের সিদ্দিক এর মেয়ে রোজিনা খাতুন (২২) ও নেত্রকোনার আটাপাড়া থানার দুয়জ গ্রামের মৃত রাসেলের মেয়ে নাইরা খাতুন (১৯)কে গ্রেফতার করে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আশিক ইকবাল জানান, গ্রেফতারকৃতরা উত্তরাঞ্চল থেকে বিশেষ কায়দায় যাত্রীবাহী কোচে করে ঢাকায় ফেন্সিডিলগুলো পাচার করে নিয়ে যাচ্ছিলো। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।