বগুড়ায় পরিবেশ অধিদপ্তরের পলিথিন বন্ধের সচেতনতা মুলক লিপলেট বিতারণ
- আপডেট সময় : ১১:০০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ
প্রায় দুই যুগ আগে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার পরেও আজও দেদারসে পলিথিন উৎপাদন বিপণন ও ব্যবহার হচ্ছে। অন্তবর্তীকালীন সরকার সেই আইন কার্যকর করতে উদ্যোগ নিয়েছে। পলিথিন ও পলিপ্রাপাইলিনের তৈরি ব্যাগের ব্যবহার পহেলা নভেম্বর থেকে নিষিদ্ধ হচ্ছে। সরকারের নির্দেশনা কার্যকর করতে মাঠে নেমেছে পরিবেশ অধিদপ্তর।
শুক্রবার বিকেলে পরিবেশে অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা বগুড়া শহরের বিভিন্ন বাজারে সচেতনতা মূলক প্রচারণা চালান।প্রথম দিনে বগুড়া শহরের রাজাবাজার, ফতেহ আলী বাজারে ব্যবসায়ী এবং ক্রেতাদের মাঝে সচেতনাতা সৃষ্টির লক্ষ্যে লিপলেট বিতরণ করেছেন।
সচেতনতা মুলক প্রচার ও লিফলেট বিতরণের সময় পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, এখন সচেতনতা মূলক প্রচার-প্রচারণা করা হচ্ছে।
পরবর্তীতে অভিযান পরিচালনা করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন,
পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আহসান সাফী, পরিবেশ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মাহাথীর মোহাম্মদ বিভাগীয় পরিদর্শক মিকরাইল হোসেন, মাহমুদুল হাসান, ব্যবসায়ী নেতা আব্দুল হান্নান,ছাত্র প্রতিনিধি নুরে আলম বাবলা,মোয়াজ আহমেদ।