বগুড়ায় নাশকতার অভিযোগে ছাত্রদলের ৪ নেতা গ্রেফতার!!
- আপডেট সময় : ০৪:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২ ৫৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, মিরু হাসান
বগুড়ায় নাশকতায় জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের অদূরে সোনিয়া সিনেমা হল সংলগ্ন রাস্তার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ছাত্রদলের বগুড়া সদর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক মিরাজুল ইসলাম বিপ্লব, সংগঠনের বগুড়া শহর কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি আল রাজিব, সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রদল নেতা ফারকাদ সানজি বাঁধন ও সরকারি শাহ্ সুলতান কলেজ শাখার ছাত্রদল নেতা রুবেল মিয়া। সোমবার তাদের আদালত পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি নূরে আলম জানান, ওই ৪ ছাত্রদল নেতাকে গ্রেফতারের পর রোববার দিবাগত গভীর রাতে ৭০জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
তিনি জানান, বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর মিজানুর রহমানের দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকায় জড়িত থাকার অভিযোগ করেছেন।
তবে বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু পুলিশের অভিযোগকে মিথ্যা দাবি করে বলেছেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে অনুষ্ঠিতব্য দলের বিভাগীয় গণসমাবেশে বানচাল করতে বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের পরিকল্পিতভাবে গ্রেফতার করা হচ্ছে।
ছাত্রদল বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ন‚রে আলম সিদ্দিকী রিগ্যান জানান, তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে রোববার শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত কর্মস‚চীতে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। ওই অনুষ্ঠান শেষে রোববার সন্ধ্যায় তার নেতৃত্বে ৫০/৬০ নেতা-কর্মী শহরের নওয়াব বাড়ি সড়কে দলীয় কার্যালয়ের অদ‚রে সোনিয়া সিনেমা হলের সড়কের সামনে যান। এরপর সেখানে তারা বসে এক সঙ্গে চা পান করছিলেন। সন্ধ্যা ঠিক সাড়ে ৬টার দিকে ১৫/২০জন পুলিশ সদস্য হঠাৎ সেখানে হাজির হন এবং ওই ৪ ছাত্রদল নেতাকে ধরে নিয়ে যান। ছাত্রদল নেতা ন‚রে আলম সিদ্দিকী রিগ্যান জানান, এভাবে আমাদের নেতা-কর্মীদের গ্রেফতারের কারণ জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দেওয়া এক পুলিশ কর্মকর্তা উপরের নির্দেশের কথা বলেন।
বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরুর অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের মনোবল ভাঙ্গার জন্য দেশের অন্যান্য জেলার মত বগুড়াতে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
তিনি বলেন, এ পর্যন্ত জেলার শেরপুর, শাজাহানপুর, কাহালু উপজেলা এবং বগুড়া শহর থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমরা শুনছি জেলার অন্যান্য উপজেলাগুলোতেও একইভাবে নেতা-কর্মীদের মামলা দিয়ে গ্রেফতার করা হবে। তার দাবি এভাবে মামলা ও গ্রেফতার করে বিএনপি নেতা-কর্মীদের দমিয়ে রাখা যাবে না।