ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

ব্রেকিং নিউজঃ
জননেতা শওকত মোল্লা র উদ্দোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অব্যাহত বটিয়াঘাটায় ভোটার তালিকা হালনাগাদ তথ্য সংগ্রহ শেষে ছবি তোলার কার্যক্রম শুরু । নওগাঁয় হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড  কুড়িগ্রামে সরকারি কাজে বাধা দেয়ায় এক ব্যক্তিকে ৬ দিনের কারাদণ্ড পশ্চিম বাংলা সরকারের আবাস যোজনার ঘর ও ইস্কুলের মিড ডে মিল্ক দেখতে অভিযান বাঁকুড়ার ডি এমের  বোরহানউদ্দিনের মানিকার হাটে বেপরোয়া গতির দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ আদমদীঘিতে পেট্রোল পাম্পের অযৌক্তিক ধর্মঘটে ভোগান্তি, কয়েকঘন্টা পরেই প্রত্যাহার গুঁড়িয়ে দেয়া হলো ২ শতাধিক অবৈধ স্থাপনা, সান্তাহারে অবৈধ স্থাপনা উচ্ছেদ যুবক-যুবতীকে ধরে মুক্তিপন দাবি; প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম সান্তাহারে ৮ কেজি গাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

বগুড়ায় উপ-নির্বাচন: প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন হিরো আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, মিরু হাসান
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বিএনপির এমপিদের পদত্যাগ করার ফলে বগুড়ার শূন্য হওয়া এ দুই আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। কিন্তু রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছেন। এ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন তিনি। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে ইসি কমিশন সচিবালয়ে এ আপিল করেন তিনি।

জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় এক শতাংশ ভোটার/সমর্থক থাকা বাধ্যতামূলক। কিন্তু হিরো আলম এক শতাংশ ভোটার সমর্থক দেখাতে না পারায় এবং যতটুকু দেখিয়েছেন ভোটারের সঙ্গে মিল না থাকায় রিটার্নিং কর্মকর্তা গত ৮ জানুয়ারি বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, বগুড়া-৪ ও বগুড়া-৬ দুইটা আসনেই এক শতাংশ ভোটারের স্বাক্ষরের কারণে আমার মনোনয়নপত্র বাতিল করেছে। তার জন্যই আমি নির্বাচন কমিশনের কাছে প্রার্থিতা ফিরে পেতে আপিল করলাম। আমার সব কাগজপত্র ঠিক আছে। উনারা যে ভুলগুলো ধরেছে তার প্রমাণসহ জমা দিয়েছি। ভোটারের নাকি নম্বর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে দেখি ওই নম্বরটি আমি জমাই দিইনি। তিনি বলেন, ২০১৮ সালে একই ভুলের কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে হাইকোর্টে রিট করে মনোনয়নপত্র ফিরে পেয়েছি।

ঘোষিত তফসীল অনুযায়ী, শূন্য হওয়া আসন দুটিতে উপ-নির্বাচন হবে আগামী ১ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। সবকটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় উপ-নির্বাচন: প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন হিরো আলম

আপডেট সময় : ০৯:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩

 

স্টাফ রিপোর্টার, মিরু হাসান
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বিএনপির এমপিদের পদত্যাগ করার ফলে বগুড়ার শূন্য হওয়া এ দুই আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। কিন্তু রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছেন। এ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন তিনি। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে ইসি কমিশন সচিবালয়ে এ আপিল করেন তিনি।

জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় এক শতাংশ ভোটার/সমর্থক থাকা বাধ্যতামূলক। কিন্তু হিরো আলম এক শতাংশ ভোটার সমর্থক দেখাতে না পারায় এবং যতটুকু দেখিয়েছেন ভোটারের সঙ্গে মিল না থাকায় রিটার্নিং কর্মকর্তা গত ৮ জানুয়ারি বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, বগুড়া-৪ ও বগুড়া-৬ দুইটা আসনেই এক শতাংশ ভোটারের স্বাক্ষরের কারণে আমার মনোনয়নপত্র বাতিল করেছে। তার জন্যই আমি নির্বাচন কমিশনের কাছে প্রার্থিতা ফিরে পেতে আপিল করলাম। আমার সব কাগজপত্র ঠিক আছে। উনারা যে ভুলগুলো ধরেছে তার প্রমাণসহ জমা দিয়েছি। ভোটারের নাকি নম্বর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে দেখি ওই নম্বরটি আমি জমাই দিইনি। তিনি বলেন, ২০১৮ সালে একই ভুলের কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে হাইকোর্টে রিট করে মনোনয়নপত্র ফিরে পেয়েছি।

ঘোষিত তফসীল অনুযায়ী, শূন্য হওয়া আসন দুটিতে উপ-নির্বাচন হবে আগামী ১ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। সবকটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।।

শেয়ার করুন