ফ্রান্সে বাংলাদেশী মালিকানাধীন ক্যাথসীমার শাহজালাল রেস্টুরেন্টের খাবার ফরাসীদের পছন্দের তালিকায়
- আপডেট সময় : ১০:৫৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ১৪৫ বার পড়া হয়েছে
মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
প্যারিসের উপকণ্ঠ ক্যাথসীমায় বাংলাদেশী খাবারের সমাহার নিয়ে গড়ে উঠেছে শাহজালাল রেস্টুরেন্ট। যা ফরাসীদের পছন্দের তালিকায় স্থান পেয়েছে। প্রতিদিন বহু ফরাসি শাহজালাল রেস্টুরেন্টের খাবার খাওয়ার জন্য দূর দুরান্ত থেকে এখানে এসে ভীড় করে।
ফ্যাশন নগরী প্যারিসে দেশীয় প্রশান্তি পেতে অবসর সময়ে পরিবার পরিজন নিয়ে খেতে আসেন প্রবাসী বাংলাদেশীরাও। নাগরিক ক্লান্তি ও অবসাদকে ভুলে মেতে ওঠেনখাবার আনন্দে। নতুন আঙ্গিকের এই রেস্টুরেন্টগুলো এখন শুধু আর খাবারের জায়গা নয়। বিনোদনপূর্ণ প্রশান্তিময় কিছু মূহুর্ত কাটানোর জন্যও রেস্টুরেন্টের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশি মালিকানাধিন প্যারিসসহ আশপাশের শহরে গড়ে উঠেছে বেশ কিছু ভিন্ন আয়োজনের চমৎকার রেস্টুরেন্ট। আর তেমনই এক চমৎকার রেস্টুরেন্ট হল শাহজালাল রেস্টুরেন্ট । মনোরম পরিবেশের এই রেস্টুরেন্টে আপনি পাবেন অনন্য স্বাদের খাবারের সাথে প্রশান্তিময় কিছু মুহূর্ত।
প্যারিসের অভিবাসীপাড়া হিসাবে পরিচিত ক্যাথসীমা মেট্রোর পাশে অবস্থিত এই রেস্টুরেন্টটি একটি এশিয়ান ফিউশন রেস্টুরেন্ট।
চমৎকার ডেকোরেশনের মধ্যে এখানকার খাবারেও রয়েছে দারুণ স্বাদ। খাবারের নজরকাড়া পরিবেশনা ও বৈচিত্র্যতা আপনাকে এখানে নিয়ে আসবে বার বার।