ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- আপডেট সময় : ১১:৫৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ৬২ বার পড়া হয়েছে
সোহাগ কিবরিয়া ফুলবাড়ী দিনাজপুর
দিনাজপুরের ফুলবাড়ীতে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক উপলক্ষ্যে ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২২ অক্টোবর শনিবার সকাল ১১ টায় ফুলবাড়ীর পার্বতীপুর বাস স্ট্যান্ড হতে একটি রেলি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা নাজিম উদ্দিন।
নিসচা-ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দারের সভাপতিত্বে অর্থ সম্পাদক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ফুলবাড়ী থানার ওসি(তদন্ত)শফিকুল ইসলাম,
২৯-বিজিবির নায়ক সুবেদার কামরুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ, সংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম,
প্রচার সম্পাদক মোশারফ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নিসচা- ফুলবাড়ী শাখার দপ্তর সম্পাদক সোহাগ কিবরিয়া,দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক আব্দুল হামিদ সুজন.সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শাহজাহান আলী,সদস্য শোয়েব আলী সরকার ডিউ সহ অন্যান্য সদস্যবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন,সড়ক দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হতে হবে,ট্রাফিক আইন গুলি মেনে চলতে হবে,ফুলবাড়ীতে দুর্ঘটনা রোধে উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। সবাইকে সচেতন হতে হবে যার যার অবস্থান থেকে।নইলে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব না।আমরা ফুলবাড়ীর অতি দুর্ঘটনা প্রবন ব্রহ্মচারী নামক স্থানটি চিহ্নিত করেছি।ব্রহ্মচারীতে যেখানে খুব অল্প সময়ের ব্যবধানে ৮জন মানুষের মৃত্যু হয়েছে। এখানে রোড ডিভাইডার দেয়ার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি।এসময় তিনি পথচারীদের উদ্দেশ্যে বলেন,যেন আমরা রাস্তার ডান পাশ দিয়ে ফুটপাত ব্যবহার করি। মূলত এটিই সঠিক নিয়ম।
শেষে সভাপতির সমাপনী বক্তব্যে লিমন হায়দার জানান, গত এক বছরে ফুলবাড়ীতে ৭১ টি ছোট বড় দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৫ জন।এসব দুর্ঘটনায় সামান্য ও গুরুতর আহত হয়েছেন ১০৫ জন।তিনি আরো বলেন,সড়ক দুর্ঘটনার রোধে প্রথমে নিজেদেরকেই সচেতন হতে হবে,ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে হলে বাইপাস সড়কের বিকল্প নেই। নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার বিভিন্ন কর্মসূচি পালনে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আগামীতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশা রাখি।
দোয়া ও আলোচনা শেষে মাদ্রাসার এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
জাতীয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।