ফুলপুর রিপোটার্স ইউনিটির কমিটি পুনঃর্গঠন
- আপডেট সময় : ১০:০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
ফুলপুর রিপোটার্স ইউনিটির কমিটি পুনঃর্গঠন
মকবুলহোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ফুলপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি পুনর্গঠন করা হয়েছে ক্বারী সুলতান আহম্মাদকে (দৈনিক জাহান) সভাপতি ও নজরুল ইসলাম ফকিরকে (বাংলার দর্পণ) সাধারণ সম্পাদক করে এই কমিটি পুনঃগঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি আব্দুল মোতালেব (জাগ্রত জনতা),সহ সভাপতি, মুখছেদুল হক দুলাল (আলোকিত বাংলাদেশ),যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু রায়হান (ভোরের কাগজ),জুয়েল রানা (অপরাধ অনুসন্ধান),
সাংগঠনিক সম্পাদক আকিকুল ইসলাম (সাপ্তাহিক পরিধি),সহ সাংগঠনিক সেলিম রানা (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ মাসুদ রানা (দৈনিক খবরপত্র),দপ্তর সম্পাদক বাহার উদ্দিন (ঢাকা প্রতিদিন),
প্রচার সম্পাদক গোলাম মোস্তফা (কালবেলা), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন (দেশের খবর), মহিলা বিষয়ক সম্পাদক শামিমা পাঠান (বাংলাদেশ সমাচার) ক্রীড়া সম্পাদক তপু রায়হান রাব্বি (আজকের সংবাদ) তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুমিত সরাকার উদয় (নিত্যবেলা),
সদস্য মফিদুল ইসলাম (দি ডেইলি এশিয়ান এইজ)নুর হোসেন খান (শীর্ষ খবর),রবিউল হক বাবু (বাংলাদেশ সকাল),ফয়জুর রহমান (দিনের কন্ঠ), মোঃ লোকমান হোসেন (ফুলতারা) ও নয়ন মিয়া (অপরাধ অনুসন্ধান)। ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন।