ফরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়ন ১০৫৫ এর ত্রি- বার্ষিক নির্বাচন বন্ধের ঘোষণা
- আপডেট সময় : ০৯:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরের প্রবেশ মুখে সড়ক অবরোধ
নতুন বাস স্ট্যান্ডের সামনে বাস চালক,শ্রমিকদের অবস্থান,সড়ক অবরোধ যানচলাচল ব্যহত হচ্ছে ,জনদূভোগ সৃষ্টি হয়েছে প্রশাসন চেষ্টা চালাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করতে,
বাসস্ট্যান্ডের দুই পাশে কয়েক কিলোমিটার জ্যামের সৃষ্টি হয়েছে।
আগামীকাল ৭/০৫/২৪ রোজ শুক্রবারে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচনের আগের দিন নির্বাচন বন্ধের ঘোষণা আসে, এই নিয়ে শ্রমিকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়, তারপর থেকে শ্রমিকরা শহরের বাসস্টান্ডে অবস্থান নেয়, তারা অনির্দিষ্টকালের জন্য যাত্রী সেবা বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়, এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে
বিক্ষোভ কর্মসূচি কয়েই চলছে ।শ্রমিকদের একটা দাবি যেন তাদের কাঙ্খিত ভোটটা যেন তারা দিতে পারে তাদের পছন্দের প্রতিনিধিকে তারা জয়ী করেই ঘরে ফিরবেন বলে জানিয়েছেন।
এইদিকে সাধারণ যাত্রীদের মাঝে ভোগান্তির সৃষ্টি হয়েছে, তারা তাদের গন্তব্যে যেতে পারছেন না৷
এমতাবস্থায় প্রার্থীদের সাথে কথা বললে তারা জানায় শ্রমিকরা নিরলস ভাবে নির্বাচনী প্রচার প্রচারণা করতেছিলো, নির্বাচনের আগের দিন
এই ধরনের সিদ্ধান্ত তারা কোন ভাবেই মেনে নিতে পারছেন না। দ্রুত যদি নির্বাচন বন্ধের ঘোষনা না ওঠায়, তাহলে তারা আরো কঠোর ভাবে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন প্রার্থীরা ।