ব্রেকিং নিউজঃ
প্রয়াত মানবাধিকার সংগঠনের নেতা মফাজ্জেল গাজীর স্বরণে, মানবাধিকার কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন দলীয় নেতৃত্ব।।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২ ৬৫ বার পড়া হয়েছে
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানা এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাবেক মানবাধিকার সংগঠন সি পি ডি আরের সভাপতি প্রয়াত মফাজ্জেল গাজীর স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান পরিস্থিতি তে ভারত সহ পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় যে ভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন দলীয় সভাপতি শ্রী দয়াময় বিশ্বাস। আজকের এই সভায় পশ্চিম বাংলার দলীয় সি পি ডি আরের নেতৃত্ব ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য কমিটির জেনারেল সম্পাদক এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সি পি ডি আরের নেতৃত্ব এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সি পি ডি আরের নেতা মোশাররফ হোসেন মন্ডল ও ব্লক সি পি ডি আরের সভাপতি ও নবগ্রাম সি পি ডি আরের সদস্য জমির হোসেন গাজী সহ দলীয় নেতৃত্ব।।