প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে দেশ- মজিবর রহমান মজনু
- আপডেট সময় : ০১:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ ৫০ বার পড়া হয়েছে
স্টাপ রিপোর্টার, মিরু
বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আমরা ভাগ্যবান , আমরা বিজয় এবং স্বাধীনতা দুটোই অর্জন করেছি এই ১৬ই ডিসেম্বর।বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ।
তিনি আরো বলেন, বিজয় দিবস আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। এ দিনটিতে আমরা পরাধীনতার শিকল থেকে মুক্তি লাভ করতে সক্ষম হয়েছি। ত্রিশ লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। অশ্রু আর রক্তের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা আমাদের কাছে অত্যন্ত গৌরবের। প্রজন্মের পর প্রজন্ম বয়ে নিয়ে চলেছে মুক্তিযুদ্ধের বিজয়ের পতাকা, গাইছে বিজয়ের গৌরবগাথা। তাই বিজয় দিবসের গুরুত্ব অপরিসীম। আমাদের নতুন প্রজন্ম এবং বিশ্বকে বারবার মনে করিয়ে দেয় আমাদের মুক্তিযুদ্ধ আর মুক্তিযযাদ্ধাদের কথা, বীর শহীদদের কথা। আমরা অনুপ্রাণিত হই আমাদের দেশের গৌরবােজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে। উদ্বুদ্ধ হই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অগ্রগতির পথে এগিয়ে যেতে।
শুক্রবার সকাল ৭:৩০ টায় বগুড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে বিজয় দিবসের কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন। এসময় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
এসময় কর্মসূচিতে অংশ নেন টি জামান নিকিতা, এডভোকেট আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, অ্যাডভোকেট আমানুল্লাহ, এ কে এম আসাদুল রহমান দুলু, শাহরিয়ার ওপেল, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, আব্দুল্লাহ আল রাজি জুয়েল, শেরিন আনোয়ার জর্জিস, অ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস, নাসরিন রহমান সীমা, বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, তপন চক্রবর্তী, এস এম শাহজাহান, খালেকুজ্জামান রাজা, মাহফুজুল ইসলাম ভূঁইয়া রুমেল, আবু সুফিয়ান শফিক, আবু ওবায়দুল হাসান ববি, মাহফুজুল ইসলাম রাজ, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মীরা।
এর আগে সকাল সাড়ে আটটায় দলীয়, জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল অর্পণ, আটটায় বিজয় শোভাযাত্রা সহ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।