ব্রেকিং নিউজঃ
প্রতিবন্দী আসলামের পাশে এগিয়ে আসুন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ ৬০ বার পড়া হয়েছে
মোঃসিয়ামঃ চাঁদপুরের মতলব (দ.), উপাদী ইউনিয়নের ধলাইতলী গ্রামের মজুমদার বাড়ির মৃত নজরুল ইসলামের ছেলে আসলাম। তার তিন ছেলে ও এক মেয়ে। তিনি ১৫বছর ধরে তিনি কেন্সারে ভোগছেন। তিনি একজন শারিরীক প্রতিবন্দী তার তিন ছেলে ও এক মেয়ে পড়ালেখা করেন।এবং তিনি সবসময় ঘড়ে থাকেন তিনি কোন কাজ কর্ম করতে পারেন না।তবে তার থাকার ঘরটিও একেবারে বাংগা। পতিমাসে তার পাঁচ হাজার টাকার ঔষুধ খেতে হয়। তবে টাকা পয়সা না থাকায় তার ঔষুধ এর খরছ চালাতে খুবই কষ্ট হয়ে যায়। তিনি সকলকে এগিয়ে আশার জন্য আহ্বান জানিয়েছেন।
আসলামের বিকাশ & নগদঃ 01640638661