প্রতারণা মামলায় সুরমা এন্ড পুর্নিমা চা কোম্পানি লিমিটেড মালিক আটক ১
- আপডেট সময় : ০৯:৪১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
মামলায় তেতুলিয়ায় সুরমা এন্ড পূর্নিমা চা কারখানার মালিক শেখ ফরিদ (৪২) নামে একজনকে আটক করেছে জামালপুর, সরিষা বাড়ী সিআইডি পুলিশ।( শুক্রবার) রাতে তেঁতুলিয়া
উপজেলার মাঝিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা , সরিষাবাড়ী সফিউল আলম।
এ বিষয়ে মাঝিপাড়া সুরমা এন্ড পুর্নিমা চা কারখানা
ম্যানেজার আল আমিন বলেন, সারাদিন পাথর ব্যবসাহী সাজে স্যারকে থানা নিয়ে আটক করেছে পুলিশ। তাকে প্রশ্ন করলে কি রকম মামলা তিনি বলে টাকা পয়সা পাওনা।
মডেল থানা ওসি সুজয় কুমার রায় বলেন, জামাল পুরে এ প্রতারনা মামলায় অভিযুক্ত ছিলো।
আটককৃত শেখ ফরিদ তেতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ বাসিন্দা কালা চানের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা সফিউল আলম
বলেন, জামাল পুর, সরিষাবাড়ি পৌরসভাধীন আমতলা বাজার সাকিলস্থ
জনৈক আশরাফুল এর জেএস এল এলপি গ্যাস ডিলার দোকান ঘর, শিমলা রঘুনাথ ওয়ার্ড নং ৪
এলাকার কয়েকজনকে ব্যবসাহী প্রতারনা টাকা আত্মসাত
নাম করে টাকা নেন শেখ ফরিদ। পরে তিনি তাদের টাকাও ফেরত দেননি। পরে ভুক্তভোগী হাসান তমাল তানভীর
(৪৯) বাদী হয়ে শেখ ফরিদকে
প্রধান আসামী করে প্রতারণা মামলা করেন। সে মামলায় তাকে আটক করা হয়েছে।
জানা যায়, শেখ ফরিদ একজন
প্রতারক চক্রের সদস্য। তিনি ব্যবসাহীর
কথা বলে বিভিন্ন জেলার মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে মাঝিপাড়া এলাকায় সুরমা এন্ড পূর্নিমা চা কারখানা সহ
বিলাসবহুল একঅটি ফ্ল্যাটে বসবাস করেন। প্রতারণা মামলায় তাকে আটক করে তদন্তের স্বার্থে সিআইডির হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।