প্রকাশ্যে জুয়া, জুয়া খেলার সামগ্রীসহ জলঢাকায় ৪ জুয়াড়ি গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৫৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
নীলফামারীর জলঢাকা থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ই এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে পৌরসভার দক্ষিণ চেরেঙ্গা কাজীপাড়া এলাকায় শুকনা পুকুরের মধ্যে থেকে প্রকাশ্য জুয়া খেলারত অবস্থায় এই ৪ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে পৌরসভা এলাকার দক্ষিণ চেরেঙ্গা কাজীপাড়া গ্রামস্থ জনৈক মো: মাহমুদ রহমান (৬৫) এর শুকনা পুকুরের মধ্যে প্রকাশ্য জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানা পুলিশের একটি চৌকস টীম অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলার ফারগুটি, ডাবু, নগদ ৭,১৭০ টাকা ও ০২টি মোবাইল ফোন মেরুন রঙ্গের ০১ (একটি) বড় প্লাস্টিক সামগ্রী সহ ৪ জুয়াড়ি গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গাবরোলের মৃত ভজে মামুদের ছেলে মোঃ জামাত আলী (৫১), দক্ষিন কাজিরহাটের লোকমান হোসেন এর ছেলে আব্দুল মালেক (৪০), গাবরোল সরকারপাড়ার মৃত মহর উদ্দিনের ছেলে আজহারুল ইসলাম ও দক্ষিণ কাজিরহাট তিনকদম এলাকার আবেদ আলির ছেলে মিনারুর ইসলাম (২০)।
এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম “এবিসি ন্যাশনাল নিউজ” কে জানান, জুয়ার আসর থেকে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ধারা-১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়েছে।