ব্রেকিং নিউজঃ
পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে আজ আধাবেলা হরতাল পালিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ২০২ বার পড়া হয়েছে
এবিসি নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ি জেলায় সকাল ছয়টা হতে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত)। জাতীয় মানবাধিকার কমিশনের পার্বত্য চট্টগ্রাম সফর উপলক্ষে গত শুক্রবার খাগড়াছড়ি জেলা সদরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে গত শনিবার এক বিবৃতিতে আজ রোববারের আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সকল যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন সংগনটির জেলা সংগঠক অংগ্য মারমা।
অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন