ব্রেকিং নিউজঃ
পার্বতীপুরে আশ্রম ও মন্দির উদ্বোধন
এবিসি ডেস্ক নিউজ
- আপডেট সময় : ০৯:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের পার্বতীপুরে শ্রীমা সারদা আশ্রমের নবনির্মিত ভবন ও মন্দিরের উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার মনমথপুর ইউনিয়নের কৈবত্যপাড়া গ্রামে দুইদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ভারতে পশ্চিম বঙ্গের দক্ষিন দিনাজপুর বালুরঘাটের রামকৃষ্ণ সারদা মিশনের আলোচক প্রব্রাজিকা গৌতমপ্রানা, কলকাতা রামকৃষ্ণ সারদা মিশনের আলোচক প্রবাজিকা নির্ভিকপ্রানা, ও আয়োজক প্রব্রাজিকা ঋতোপ্রানা মাতাজীসহ অনেকে উপস্থিত ছিলেন।