পাবনার ঈশ্বরদীতে দেশীয় মদসহ আটক ১
- আপডেট সময় : ০৭:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ ৬৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ পাবনার ঈশ্বরদীতে অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য ৩৩০ বোতল দেশীয় তৈরী মদ সহ রেজাউল করিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
আটককৃত আসামী রেজাউল করিম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পিয়ারাখালী এলাকার মৃত কালু শেখের ছেলে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১.৩০ টায় র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে ঈশ্বরদী ট্রাফিক মোড় সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ব্রাদার্স ফার্মেসী এর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক উদ্ধার অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-১২ পাবনার সদস্যরা।
এসময় তার কাছে থেকে ৩৩০ বোতল দেশীয় তৈরী মদ, ০১টি ব্যাটারী চালিত রিক্সা, ০১টি মোবাইল ফোন, ০১টি সিম কার্ড উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায়।
আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধনেশা জাতীয় দেশীয় তৈরী মদ নিজ হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। আসামীর বিরুদ্ধে পাবনার ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।