ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

ব্রেকিং নিউজঃ
২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক নওগাঁয় পাষণ্ড স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর রাজস্ব বোর্ডের আয়কর আইনজীবী হতে চান দৈনিক হালচাল পত্রিকার সাংবাদিক আছানুল হক এর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ  কুড়িগ্রামে ৩২.৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগার ঘাটনগরে মাদক নির্মূল কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত রাউজানের পশ্চিম গুজরায় সূলভ মূল্যে খাদ্য সামগ্রী পেল ৪শ জন এনায়েতপুর ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি মোমিন মন্ডলের পিএস সেলিম সরকার গ্রেফতার, সুনামগঞ্জ জেলা পুলিশে ব্যাপক রদবদল ৬ থানার ওসি বদলী দুই হাতে গুলি চালানো রুবেল ফের ৭ দিনের রিমান্ডে

পানি লাগবে পানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

পানি লাগবে পানি

বেলাল রব্বানী


মুগ্ধ একটি মানবিক জীবনের নাম।
আন্দোলনের আঙিনায়
জীবন বাঁচাতে এক যোদ্ধার নাম
দু’হাজার চব্বিশের অন্ধকার জুলাইয়ের
বিপন্ন সময়ে এক আলোকিত অতিথির নাম।

বৈষম্য বিরোধী আন্দোলনে
অধিকার আদায়ের মিছিলে
সমবেত শিক্ষার্থীর উপরে
সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল ছুটে এলে
মুগ্ধ – এক ভিস্তিওয়ালা
জীবন বাঁচানোর পানি হাতে রাজপথে নেমে এসে
বুকের গভীর থেকে ডেকে বলে –
পানি লাগবে কারো! পানি! পানি!
মুহূর্তে ঘাতকের বুলেট তাকে ক্ষতবিক্ষত করে।
লালিত স্বপ্ন ভাঙনে
অধিকার হননে
স্বৈরাচার জীবনের রঙ বোঝে না।
প্রাণোচ্ছ্বাসে ঘাতক ভীতসন্ত্রস্ত হয়।

মুগ্ধ ঘাতকের বুলেটে বিদ্ধ হলে
মাথায় রক্তগোলাপ ফোটে।
রক্তগোলাপ দেখে মাতৃহৃদয় ভেঙে পড়ে।
মুগ্ধের নিস্তব্ধতায় আমরা শোকাহত, স্তব্ধ।
আমাদের মননে ক্রোধ জাগে
হৃদয়ে আমাদের ঘৃণা জাগে।
সমস্ত ক্রোধ জাগ্রত প্রজন্মের কাছে জমা রাখা হলো
সমস্ত ঘৃণা ঘাতকের বিরুদ্ধে ছুঁড়ে দেয়া হলো।

আপনারা নিশ্চিত থাকবেন
মুগ্ধ আবার আসবে।
আপনারা যখন দেখবেন
গাছ শুকিয়ে যাচ্ছে
নদী শুকিয়ে যাচ্ছে
প্রচণ্ড খরায় পশুরা ছুটছে
পাখিরা তৃষ্ণার্ত
মেঘে জলকণা নেই
বৃষ্টির জন্য ভূমি হাহাকার করছে
মানবিক সত্তার মৃত্যু ঘটছে
মানুষের এমন সংকটকালে আবার দেখতে পাবেন
মুগ্ধ ভীষণ ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে।
তার হাতে মেঘনা যমুনার পানি
তার হাতে সাত সমুদ্রের পানি।
বিপন্ন মানুষের মাঝে আকুল কণ্ঠে বলছে
পানি লাগবে কারো! পানি! পানি!
পানি লাগবে পানি!
যেখানে যুদ্ধ হবে
জীবনের জন্য সেখানে মুগ্ধ পানি নিয়ে যাবে।
মুগ্ধ সেখানে প্রাণের স্পন্দন নিয়ে যাবে।
মুগ্ধ – শান্তির দূত
তার আকুল কণ্ঠে মানুষের জন্য যে ধ্বনি
আমাদের কাছে বিরামহীন প্রতিধ্বনিত হতে থাকবে
শান্তি লাগবে কারো! শান্তি! শান্তি!
শান্তি লাগবে শান্তি!
মানুষের মাঝে শান্তি নেমে আসুক
শান্তি পৃথিবীতে জয়ী হোক।
মুগ্ধরা পরাজিত হতে পারে না
মুগ্ধরা মারা যেতে পারে না
মুগ্ধরা বারবার পৃথিবীতে আসবে।

 

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পানি লাগবে পানি

আপডেট সময় : ০৬:৫৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

পানি লাগবে পানি

বেলাল রব্বানী


মুগ্ধ একটি মানবিক জীবনের নাম।
আন্দোলনের আঙিনায়
জীবন বাঁচাতে এক যোদ্ধার নাম
দু’হাজার চব্বিশের অন্ধকার জুলাইয়ের
বিপন্ন সময়ে এক আলোকিত অতিথির নাম।

বৈষম্য বিরোধী আন্দোলনে
অধিকার আদায়ের মিছিলে
সমবেত শিক্ষার্থীর উপরে
সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল ছুটে এলে
মুগ্ধ – এক ভিস্তিওয়ালা
জীবন বাঁচানোর পানি হাতে রাজপথে নেমে এসে
বুকের গভীর থেকে ডেকে বলে –
পানি লাগবে কারো! পানি! পানি!
মুহূর্তে ঘাতকের বুলেট তাকে ক্ষতবিক্ষত করে।
লালিত স্বপ্ন ভাঙনে
অধিকার হননে
স্বৈরাচার জীবনের রঙ বোঝে না।
প্রাণোচ্ছ্বাসে ঘাতক ভীতসন্ত্রস্ত হয়।

মুগ্ধ ঘাতকের বুলেটে বিদ্ধ হলে
মাথায় রক্তগোলাপ ফোটে।
রক্তগোলাপ দেখে মাতৃহৃদয় ভেঙে পড়ে।
মুগ্ধের নিস্তব্ধতায় আমরা শোকাহত, স্তব্ধ।
আমাদের মননে ক্রোধ জাগে
হৃদয়ে আমাদের ঘৃণা জাগে।
সমস্ত ক্রোধ জাগ্রত প্রজন্মের কাছে জমা রাখা হলো
সমস্ত ঘৃণা ঘাতকের বিরুদ্ধে ছুঁড়ে দেয়া হলো।

আপনারা নিশ্চিত থাকবেন
মুগ্ধ আবার আসবে।
আপনারা যখন দেখবেন
গাছ শুকিয়ে যাচ্ছে
নদী শুকিয়ে যাচ্ছে
প্রচণ্ড খরায় পশুরা ছুটছে
পাখিরা তৃষ্ণার্ত
মেঘে জলকণা নেই
বৃষ্টির জন্য ভূমি হাহাকার করছে
মানবিক সত্তার মৃত্যু ঘটছে
মানুষের এমন সংকটকালে আবার দেখতে পাবেন
মুগ্ধ ভীষণ ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে।
তার হাতে মেঘনা যমুনার পানি
তার হাতে সাত সমুদ্রের পানি।
বিপন্ন মানুষের মাঝে আকুল কণ্ঠে বলছে
পানি লাগবে কারো! পানি! পানি!
পানি লাগবে পানি!
যেখানে যুদ্ধ হবে
জীবনের জন্য সেখানে মুগ্ধ পানি নিয়ে যাবে।
মুগ্ধ সেখানে প্রাণের স্পন্দন নিয়ে যাবে।
মুগ্ধ – শান্তির দূত
তার আকুল কণ্ঠে মানুষের জন্য যে ধ্বনি
আমাদের কাছে বিরামহীন প্রতিধ্বনিত হতে থাকবে
শান্তি লাগবে কারো! শান্তি! শান্তি!
শান্তি লাগবে শান্তি!
মানুষের মাঝে শান্তি নেমে আসুক
শান্তি পৃথিবীতে জয়ী হোক।
মুগ্ধরা পরাজিত হতে পারে না
মুগ্ধরা মারা যেতে পারে না
মুগ্ধরা বারবার পৃথিবীতে আসবে।

 

শেয়ার করুন