পাটগ্রামে ১লা বৈশাখ উপলক্ষে আনন্দ বর্নাঢ্য শোভাযাত্রা
- আপডেট সময় : ০৯:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
বসন্ত শেষে এসেছে বৈশাখ । দিনের প্রচন্ড খরতাপ উপেক্ষা করে মানুষ ছুটেছে অনুষ্ঠান স্থলের দিকে। ঐতিহ্যবাহী বাঙালী সাংস্কৃতিক অনুষ্ঠানে সারাদিন ব্যস্ত ছিল বাঙালীরা। সব জরাজীর্ণ ছেড়ে তরুন-তরুনী,শিশু-যুবক-বৃদ্ধ যেন বাঁধন ছেড়ে ছুটেছে নতুনের দিকে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ রোববার সূর্যদোয় নিয়ে এনেছে ১৪৩১ বঙ্গাব্দে নতুন বারতা। জীবনের পুরাতন সব মুছে দিয়ে নতুনের কেতন ওড়াতে এসেছে আরেক বৈশাখ। শুরু হলো আরেকটি বছরের পথ চলা।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙ্গালী সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যের ধারক পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০ ঘটিকায় পাটগ্রাম উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে পাটগ্রাম উপজেলা বঙ্গবন্ধু স্মৃতিসৌধ (বিজয় মঞ্চ) এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদের চেয়ারম্যন আলহাজ্ব রুহুল আমিন বাবুল,
বাবু পূর্ণচন্দ্র রায় সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম,
পাটগ্রাম থানা পুলিশ অফিসার ইনচার্জ ওসি মোঃ আবু সাইদ, উপজেলা মহিলা লীগের সভাপতি মোসাম্মৎ তানিয়া মির্জা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মচারী,শিক্ষার্থী,সাংস্কৃতিক সংগঠন, সুধীজন এ ছাড়াও উপজেলার সর্বস্তরের মানুষজন অংশ গ্রহন করেন। শোভাযাত্রা শেষে বাঙ্গালীর ঐতিহ্যবাহী পান্তাভাত পরিবেশন করা হয়।