পাইকগাছায় জাতীয় সমবায় দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৫৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পাইকগাছা থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) তুষার কান্তি দাস, ইন্সটেক্টর মোঃ ইমান উদ্দীন, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফ এম এ রাজ্জাক। পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, সোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি শুকুরুজ্জামান, সম্পাদক ইলিয়াস হোসেন, প্রানকৃষ্ণ দাস, দিজেন্দ্র মন্ডল, বাবুরাম মন্ডল, বিদ্যুৎ মন্ডল, মিল্টন কুমার মন্ডল, ইব্রাহীম হোসেন।