পশ্চিম বাংলা সরকারের আবাস যোজনার ঘর ও ইস্কুলের মিড ডে মিল্ক দেখতে অভিযান বাঁকুড়ার ডি এমের

- আপডেট সময় : ১১:০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

কলকাতা থেকে নিউজ দাতা
মনোয়ার ইমাম
সম্প্রতি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া গরীব মানুষের আবাস যোজনার ঘর প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছে যাচ্ছে কি না। এবং এই আবাস যোজনার ঘর এর টাকা থেকে কোন অসাধু কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতা কাট মানি খাচ্ছে কি না তা সরজমিনে দেখতে পৌঁছে গেল বাঁকুড়া জেলার ডি এম সৈয়দ সিয়াদ জিন। তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কে মান্যতা দিয়ে প্রকৃত অর্থে যারা ঘরের টাকা পেয়েছে তাদের ঘর তৈরি হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। ঘরের টাকা যথাযথ ভাবে খরচ করতে পারছে কি না তা সুনিশ্চিত করতে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। সেই সঙ্গে পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে ইস্কুলের মিড ডে মিল ঠিক মতো পাচ্ছে,কি না তা সুনিশ্চিত করতে জেলার বিভিন্ন ইস্কুলের মিড ডে মিল পরিক্ষা করছে। বাঁকুড়া জেলার ডি এম সৈয়দ জিয়ান বলেন, ঘরের টাকা খরচ করে গরীব মানুষের জন্য ঘর তৈরি করা হচ্ছে। সেই টাকা থেকে কাট মানি খেতে চায় কিছু অসাধু কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে সবাই কে। কারণ সরকারের দেওয়া টাকা খরচ করতে হবে আবাস যোজনার ঘর তৈরি করতে। সেই ঘর ঠিক মতো হচ্ছে কি না তা সরজমিনে দেখতে পৌঁছে যাচ্ছে বাঁকুড়া জেলার বিভিন্ন স্থানে। এবং ইস্কুলের মিড ডে মিল গরীব ঘরের শিশুরা ঠিক মতো পাচ্ছে কি না তা সরজমিনে দেখতে গিয়েছিলেন। কোথাও কোন অভিযোগ পেলে তা সুনিশ্চিত করতে তিনি টিম গঠন করে ঘটনার সত্যতা নিশ্চিত করতে পাঠিয়ে দিচ্ছেন।।