পশ্চিম বাংলার পঞ্চায়েত নির্বাচনের আগে, ২৪,জন, আই পি এস অফিসার কে বদলি করল নবান্ন।।
- আপডেট সময় : ১১:২০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ৬৭ বার পড়া হয়েছে
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ পশ্চিম বাংলার সরাস্ট্র দপ্তর নবান্ন থেকে পশ্চিম বাংলার মোট, ২৪,জন, আই পি এস অফিসার কে বদলি করা হয়েছে। এর মধ্যে যেমন আই পি এস অফিসার আছে, তেমনি ডি আই জি রা আছেন। এবং এই বদলি মধ্যে রয়েছে কিছু এস ডি পি ও অফিসার। এই আই পি এস অফিসারদের মধ্যে উল্লেখযোগ্য হল বাঁকুড়া জেলার ডি আই জি শ্রী সুনিল কুমার চৌধুরী কে বদলি করা হয়েছে সি আই ডি , র ডি আই জি হিসেবে। এবং বাঁকুড়া জেলার নতুন এ ডি আই জি হিসেবে কাজ করবেন খালিদ মিরাজ কে। তিনি সি আই ডি এ ডি জি ছিলেন। তার যায়গায় এলেন অন্যজন। এবং দেবব্রত দাস কে বদলি করা হয়েছে রেলওয়ে ইনস্পেক্টর জেনারেল হিসেবে। তিনি ব্যারাকপুর পুলিশ ট্রেনিং এর ডি আই জি ছিলেন। এই ভাবে এস ডি পি ও পূর্ব মেদিনীপুর জেলার তমলুক কে বদলি করা হয়েছে। এবং প্রনব কুমার কে করা হয়েছে পশ্চিম বাংলার পুলিশ ট্রেনিং সেন্টার এর আই জি। এই ভাবে মোট ১১,জন, এস ডি পি ও এবং ২৪জন, আই পি এস অফিসার কে বদলি করা হয়েছে বলে জানান পশ্চিম বাংলার সরাস্ট্র দপ্তর। তবে এগুলো রুটিন মাফিক বদলি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু রাজনৈতিক মহলের দাবি সামনে পশ্চিম বাংলার পঞ্চায়েত ভোট তাই তার আগে এই আই পি এস অফিসার ও এস ডি পি ও দের বদলি করা হয়েছে।।