পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু
- আপডেট সময় : ০৮:৫২:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু।
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আগামী কাল শুরু হতে চলেছে পবিত্র ঈদুল আযহা। সেই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভারতবাসী সহ অন্যান্য দেশের মানুষের কাছে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু। তিনি শান্তিপূর্ণ ভাবে ঈদুল জোহা পালনের জন্য সকলের কাছে আবেদন জানান। সেই সঙ্গে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভারতের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ভারতের বহুজাতিক দেশ। এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মুসলিম উম্মাহর মানুষ ও ঈসাই ও অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে রয়েছে। ভারতের মানুষের শান্তি ও সমৃদ্ধি এবং শৃঙ্খলা র সাথে মুসলমানদের মিশ্রণ তৈরি দৃঢ় হয়েছে।একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার।তাই শান্তি তে পবিত্র ঈদুল আযহা করার জন্য আবেদন জানান। সেই সঙ্গে পশু কোরবানি করা নিয়ে যাতে কোন অসুবিধা না হয় তা দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আগামী কাল পবিত্র ঈদুল জোহা উপলক্ষে ভারতবাসী কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের বিরোধী দলের সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সহ অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব। সেই সঙ্গে আগামী কাল পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশ্চিম বাংলা র মুসলমানদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং ঈষা খাঁন চৌধুরী এম পি এবং পশ্চিম বাংলা তৃণমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও এম পি অভিষেক ব্যানার্জি এবং তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান জননেতা শওকাত মোল্লা। আগামী কাল পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতে কোন অঘটন ঘটাতে না পারে তার জন্য পশ্চিম বাংলার পুলিশ ও কলকাতা পুলিশ এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশ এবং বারুইপুর জেলা পুলিশ এবং সুন্দর বন জেলা পুলিশ সজাগ দৃষ্টি রাখতে নির্দেশ দিয়েছেন।