পতেঙ্গা কালী মন্দিরের পাশ থেকে লাশ উদ্ধার
- আপডেট সময় : ১২:৩১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ ৬৫ বার পড়া হয়েছে
কামরুল ইসলাম চট্টগ্রাম
নগরীর পতেঙ্গা থানাধীন ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডের কাঠগড় কালী মন্দিরের পাশে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার আনুমনিক রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে শহর থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতগামী কালো রঙের প্রাইভেটকার কিংবা মাইক্রোবাস-হাইস গাড়ি করে নীল রঙের একটি ড্রামে ওই নারীর লাশটি কেউ ফেলে গেছে বলে ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ সদস্য ও পথচারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন। এদিকে গতকাল সকালে আগ্রাবাদ এলাকায় খালের পাশ থেকে আরেক অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পতেঙ্গা থানার ওসি আবু জায়েদ মো. নূর আজাদীকে বলেন, ড্রামের ভেতর থেকে উদ্ধার নারীর মরদেহের চেহারা বিকৃত হওয়ায় চেনা যাচ্ছে না। ঘটনায় আসামি কিংবা ক্লু উদ্ধারের জন্য আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
পুলিশ জানায়, স্থানীয়দের থেকে সংবাদ পেয়ে পতেঙ্গা থানার একটি টিম এসে লাশটি উদ্ধার করেছে। মৃত নারীর শরীরে খয়েরি রঙের সালোয়ার কামিজ পড়া অবস্থায় লাশটি পথচারীরা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অনেকটা অন্ধকার/আলোবিহীন হওয়াতে কেউ ঠিক পরিষ্কার করে কোন সঠিক তথ্য দিতে পারছে না। পরে রাত প্রায় সাড়ে ১০টার দিকে লাশ থানায় নিয়ে আসা হয়। থানা সূত্রে জানা গেছে যে, রাতের মধ্যে লাশের পরিচয় সনাক্ত করা না গেলে সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) মুকুল চাকমা গনমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকালে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের খালের পাশে আনুমানিক ৪০ বছর বয়সী এক নারীর লাশ পাওয়া যায়। খালের পাড়ে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ওই নারীর পরনে শাড়ি ছিল। স্থানীয় লোকজন কেউ তাকে চিনতে পারেনি। পুলিশের ধারণা লাশটি জোয়ারের পানিতে ভেসে ওই খালের ধারে এসে ঠেকেছে। লাশ উদ্ধারের পর সুরতহাল করা হলে ওই নারীর শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি বলে জানান সহকারী কমিশনার মুকুল চাকমা।