ব্রেকিং নিউজঃ
পঞ্চগড় চাঁদাবাজির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ
পঞ্চগড় জেলা প্রতিনিধি : মোঃ খাদেমুল ইসলাম
- আপডেট সময় : ১২:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে প্রতারনা ও চাঁদাবাজির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুন) পঞ্চগড় সদর থানার এস আই মুকুল চন্দ্র সেন সংগীয় এস আই মনিরুজ্জামান, এএসআই আব্দুল কুদ্দুস সহ সংগাইয় ফোর্স মিলে পঞ্চগড় সদর থানা এলাকায় অভিযান পরিচালনা কালে পঞ্চগড় পৌরসভাধীন কায়েতপাড়াস্থ এলাকায় ধৃত আসামী ১) রনি ইসলাম, পিতা-আমিনুর, গ্রাম- কায়েতপাড়া ২) আবু তাহের বুলেট, পিতা- মৃত গোল বকস শেখ, গ্রাম- কায়েতপাড়া ৩) হিমেল, পিতা- মো: রবিউল ইসলাম, গ্রাম – ইসলামবাগ সর্ব থানা ও জেলা পঞ্চগড় গণকে প্রতারনার মাধ্যমে মারপিট করিয়া ভয়ভীতি দেখাইয়া টাকা আত্মসাৎ করার জন্য আটক করা হয়, এবং আসামীদের হেফাজত হইতে ৩৫০০/ ( তিন হাজার পাঁচশত টাকা) উদ্ধার করা হয়। এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় রুজু করা হয়।