নেপালের চালে হাতছাড়া তৃণমূলের ঝালদা পৌরসভা।।
- আপডেট সময় : ১০:৩৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
গতকাল টানটান উত্তেজনা র মধ্যে দিয়ে পুরুলিয়া জেলার ঝালদা পৌরসভা র বোর্ড গঠন হয়েছে। এই পৌরসভা টি একবছর আগে তৃনমূল দলের দখলে ছিল। এই পৌরসভা নির্বাচনে মোট ১২,টি, সিট ছিল। তার মধ্যে ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষে যায় ৫,টি, এবং দুই টি নিরদল, এবং বাকিরা তৃনমূল দলের। এবং তার মধ্যে ভারতের জাতীয় কংগ্রেসের নির্বাচিত কাউন্সিলর তপন কান্দু কে খুন করে ঝালদা পৌরসভা র দখল নেয় তৃনমূল দলের সদস্যরা। এবং পরবর্তীতে এই কাউন্সিলের মৃত্যুর পর নির্বাচনে জয়ী হয় ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী। এবং তার মধ্যে হাইকোর্টের নির্দেশে এদিন ঝালদা পৌরসভা র পৌরসভা র চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পশ্চিম বাংলার শাসক দল তৃনমূল দল হারিয়ে ভারতের জাতীয় কংগ্রেস ঝালদা পৌরসভা র দখল করে। দুই নিরদল পৌর পিতা ভারতের জাতীয় কংগ্রেস কে সমর্থন করে। আজকের এই জয়ের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন পুরুলিয়ার জাতীয় কংগ্রেসের নেতা ও সাবেক পশ্চিম বাংলার বিধান রাখা সভার সদস্য শ্রী নেপাল মাহতো। আজকের এই জয়ের জন্য পুরুলিয়া জেলার ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীদের এবং পৌরসভা র সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভারতের লোকসভার বিরোধী দলের নেতা ও জাতীয় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী ও ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও রাজ্যসভার সদস্য শ্রী প্রদীপ ভট্টাচার্য।।