নাগরপুরে ইউএনও ওয়াহিদুজ্জামানের প্রেস কনফারেন্স
- আপডেট সময় : ০৫:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ৭৯ বার পড়া হয়েছে
সোলায়মান,টাংগাইল প্রতিনিধি
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে প্রেস কনফারেন্স করেছেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান।
সোমবার সকালে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান, প্রকল্প কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক, নাগরপুর প্রেসক্লাব সভাপতি আক্তারুজ্জামান বকুলসহ নাগরপুর প্রেসক্লাবের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।
প্রেস কনফারেন্সে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, মঙ্গলবার একদিন ব্যাপী ৯ টা থেকে বিকাল ৫ টা পযর্ন্ত উপজেলা চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হবে। মেলাটি শুভ উদ্বোধন করবেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। মেলায় উদ্ভাবনী উদ্যোগ এবং স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়েছে বলে তিনি জানান।